Site icon Jamuna Television

মৃত্যুকূপে পরিণত হয়েছে ঢাকা; আইপিডির আলোচনায় বক্তাদের মত

ছবি: সংগৃহীত

নানা কারণে পুরো রাজধানীই মৃত্যুকূপে পরিণত হয়েছে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে ‘আইপিডি নগরায়ন ও উন্নয়ন বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠান’এ এ মন্তব্য করেছেন বক্তারা।

শুক্রবার (১৭ মার্চ) সকালে অনলাইনে অনুষ্ঠিত হয় এই আলোচনা।

আইপিডি নগরায়ন ও উন্নয়ন বিষয়ক পর্যালোচনায় বক্তারা জানান, সড়ক-ফুটপাত, মসজিদ-উপাসনালয়, আবাসিক ভবন-শিল্প কারখানা, বাণিজ্যিক ভবন-বিপণী বিতান কিংবা খাবারের রেস্টুরেন্ট–এই নগরে কোনো কিছুই আর নাগরিকদের জন্য নিরাপদ নয়। সাম্প্রতিক বছরগুলোতে নগর এলাকায় বিভিন্ন অগ্নিকাণ্ড কিংবা ভবন বিস্ফোরণে এই চরম সত্যটা আমাদের এইসব নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আইপিডি মনে করে, আইনের শাসন ও জবাবদিহিতা বাড়ালেই এমন সংকট থেকে উত্তরণ মিলবে।

/এম ই

Exit mobile version