Site icon Jamuna Television

আখাউড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিরাজ মিয়াকে (৫০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করে পুলিশ। এর আগে এ ঘটনায় সিরাজ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তার স্ত্রী ও ভুক্তভোগীর মা।

জানা গেছে, অভিযুক্ত সিরাজ মিয়া পেশায় একজন দিনমজুর। তিনি মাদকাসক্ত বলেও অভিযোগ আছে। প্রায় দেড় বছর আগে ৩ সন্তানসহ এক নারীকে বিয়ে করেন সিরাজ। তারা চন্দরসার এলাকায় একটি বাসায় ভাড়া থাকছিলেন।

ঘটনার দিন অর্থাৎ শুক্রবার সকালে বড় মেয়েকে ঘরে রেখে মা বাইরের কাজে বের হন। একপর্যায়ে বাবা সিরাজ মিয়া কৌশলে মেয়েকে কাছে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে কিশোরীকে। পরে সিরাজকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশীরা।

এ নিয়ে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে সৎ বাবার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version