Site icon Jamuna Television

সাতক্ষীরায় এক্স-রে’র পর পাচারকারীর পায়ুপথে মিললো ৪৪ লাখ টাকার স্বর্ণ

উদ্ধারকৃত স্বর্ণের বার ও আটককৃত আসামি।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় শুভংকর পাল নামে এক পাসপোর্ট যাত্রীর পায়ুপথে লুকানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে এক্স-রে করে এ স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দারা।

যশোর শুল্ক গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. সেলিম চৌধুরী জানান, ভোমরা ইমিগ্রেশনে প্রবেশের আগেই পাসপোর্ট যাত্রী শুভংকর পালকে চ্যালেঞ্জ করা হয়। কারণ, তার কাছে স্বর্ণ রয়েছে- এমন খবর আমাদের কাছে ছিল। তার ব্যাগসহ পুরো দেহ তল্লাশি করার পরও কোথাও স্বর্ণের অস্তিত্ব না পাওয়ায় তাকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে এক্সরে করানোর পর তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ছয়শো গ্রাম। যার বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। উদ্ধারকৃত স্থানীয় জুয়েলার্সে বারগুলো যাচাই করা হয়েছে।

এ প্রসঙ্গে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আসামিকে এখনো থানায় হস্তান্তর করেনি শুল্ক গোয়েন্দা বিভাগ। তবে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জেনেছি।

/এসএইচ

Exit mobile version