Site icon Jamuna Television

ওটিটিতে আসছে ‘পাঠান’

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ হলে মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। এবার ওটিটিতেও মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত ও বক্স অফিস কাঁপানো এ হিন্দি সিনেমাটি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ডিলিটেড দৃশ্যগুলোসহই আগামী ২২ মার্চ ‘সিনেমাটি ‘পাঠান’ মুক্তি দেয়া হবে ওটিটিতে। যদিও ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কোন ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাচ্ছে, সেটিও জানানো হয়নি।

এদিকে, ৫০ দিন পরও একইভাবে বক্স অফিসে রাজত্ব করে চলেছে ‘পাঠান’। এখন পর্যন্ত তামিল, তেলুগু, হিন্দি মিলিয়ে দেশের বাজারে ছবিটির বক্স অফিস কালেকশন ৬৫০ কোটি রুপির বেশি। গোটা বিশ্বের বক্স অফিস কালেকশন মিলিয়ে এ ছবির মোট বক্স অফিস কালেকশন ১ হাজার ৪৩ কোটি রুপি ছাড়িয়েছে।

/এসএইচ

Exit mobile version