Site icon Jamuna Television

‘শিক্ষার্থীরা সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দুর্বলতা তুলে ধরেছে’

বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড বলে মনে করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনও যৌক্তিক মনে করে জোটটি। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলেও মনে করে ১৪ দল।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে জোটের বৈঠকের পর একথা বলেন সমন্বয়ক মোহাম্মদ নাসিম।

এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দুর্বলতা তুলে ধরেছে। তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক বলেও মন্তব্য করেন নাসিম। বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বানও জানান ১৪ দলের সমন্বয়ক।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version