Site icon Jamuna Television

ভোমরা স্থলবন্দরে যাত্রীর পায়ু পথে মিলল ৪৪ লাখ টাকার স্বর্ণ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় শুভংকর পাল নামে এক পাসপোর্ট যাত্রীর পায়ুপথে লুকানো ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পরবর্তীতে এক্সরে করে এ স্বর্ণের বিষয়ে জানতে পারে কাস্টমস পুলিশ। আটককৃত শুভংকর পাল নড়াইল জেলার কালিয়া উপজেলার মাউলি গ্রামে বিকাশ কুমার পালের ছেলে।

এ নিয়ে যশোর শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরী জানান, ভোমরা ইমিগ্রেশনে প্রবেশের আগেই পাসপোর্ট যাত্রী শুভংকর পালকে চ্যালেঞ্জ করা হয়। আমাদের কাছে খবর ছিল তার কাছে স্বর্ণ রয়েছে। তার ব্যাগসহ দেহ তল্লাশী করা হলে স্বর্ণের অস্তিত্ব না পাওয়ায় তাকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে এক্সরে পরীক্ষা করা হয়। তখন তার পায়ুপথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে পায়ুপথ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬০০ গ্রাম। এর বাজারমূল্য ৪৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা।

এসজেড/

Exit mobile version