Site icon Jamuna Television

ঢাবি সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন: চলছে ভোটগ্রহণ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এর সর্বশেষ ধাপের ভোটগ্রহণ চলছে। এর আগে, তিন ধাপে ঢাকার বাইরে ভোট নেয়া হয়।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। আজ ভোট গ্রহণ শেষে আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি কেন্দ্রে চলছে এই ভোটগ্রহণ। সেগুলো হলো, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং শারীরিক শিক্ষা কেন্দ্র। ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন করতে ভোট দিচ্ছেন সর্বমোট ৬০ হাজার ২৫৯ জন ভোটার। এবারের নির্বাচনে আওয়ামীপন্থী গ্র্যাজুয়েটরা পূর্ণ প্যানেলে অংশ নিচ্ছেন। নির্বাচনে অনুপস্থিত রয়েছে বিএনপিপন্থীদের প্যানেল। প্রথমে প্যানেল দিলেও পরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতপন্থী গ্র্যাজুয়েটরা।

/এম ই

Exit mobile version