Site icon Jamuna Television

হোয়াইট হাউজের ফোয়ারায় দেয়া হলো সবুজ রং

সবুজ রংয়ে রঙিন হলো হোয়াইট হাউসের ফোয়ারা। শুক্রবার সেন্ট প্যাট্রিকস ডে উপলক্ষ্যে ছিল এ আয়োজন। খবর এপির।

দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা আয়োজন চলে যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার স্থানীয় হিলসবোরো নদীর পানিকেও রাঙ্গানো হয় সবুজ রঙে। নৌকায় করে নদীতে ছিটানো হয় সবুজ রঙ। হাজারো দর্শক ভিড় করেন রঙের এই মনোমুগ্ধকর প্রদর্শনী দেখতে। সবুজ রূপ দেয়া হয় নিউইয়র্কের ম্যানহাটনের ফিফথ এভিনিউও।

দেশটিতে বসবাসরত আইরিশ নাগরিকদের সাথে বিশেষ প্যারেডে অংশ নেয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। প্রতি বছর ১৭ ই মার্চ আয়ারল্যান্ডের ধর্ম গুরুর মৃত্যুবার্ষিকীতে পালিত হয় সেন্ট প্যাট্রিকস ডে।

এটিএম/

Exit mobile version