Site icon Jamuna Television

সাকিবের ফিফটি, অভিষেকেই অর্ধশতকের পথে হৃদয়

ছবি: সংগৃহীত

ওয়ানডে অভিষেকেই বেশ সাবলীলভাবে ব্যাট করছেন তৌহিদ হৃদয়। সাকিব আল হাসানের সাথে চতুর্থ উইকেট জুটিতে এসেছে পঞ্চাশোর্ধ রান। সাকিব পেয়ে গেছেন আরও একটি ফিফটি। আর, অর্ধশতক স্পর্শ করার অপেক্ষায় আছেন হৃদয়। প্রতিবেদনটি লেখার সময় বাংলাদেশের রান ছিল ৩২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান।

আইরিশদের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে শুরুতেই অধিনায়ক তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলার পর লিটন দাসের ব্যাটে ছিল আস্থার ইঙ্গিত। কিন্তু কার্টিস ক্যাম্ফারের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে সোজা ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন তিনিও।

দলীয় ৮১ রানের মাথায় অ্যান্ডি ম্যাকব্রাইনের ফ্লাইট বুঝতে না পেরে বোল্ড হন ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ৩৪ বলে ২৫ রানের ইনিংস খেলে যে ওভাবে আউট হওয়াটা তিনি মেনে নিতে পারেননি, তা স্পষ্ট হয়েছে শান্তর অভিব্যক্তিতেই। অবশ্য, সে জন্য খুব বেশি ভুগতে হয়নি টাইগারদের। সাকিব আল হাসান ও তোউহিদ হৃদয়ের জুটিতে বড় সংগ্রহের দিকেই ছুটছে এখন বাংলাদেশ।

৭০ বলে ৫৭ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। অন্যদিকে, ৪৬ বলে ৪৫ রান নিয়ে নিজের মেইডেন ফিফটি পূরণের পথে এগিয়ে চলছেন তৌহিদ হৃদয়।

/এম ই

Exit mobile version