Site icon Jamuna Television

অভিষেকেই অর্ধশতক তৌহিদ হৃদয়ের

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেই নিজের জাত চেনালেন তৌহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত ম্যাচেই দলের প্রয়োজনের সময় দারুণ এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। এর মাধ্যমে তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডেতেই ফিফটির দেখা পেলেন তৌহিদ হৃদয়।

১৭তম ওভারে দলীয় ৮১ রানে নাজমুল হোসেন শান্ত আউট হলে ৩য় উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর ক্রিজে নামেন তৌহিদ হৃদয়। সবশেষ বিপিএলে ব্যাট হাতে সিলেট স্ট্রাইকার্সের হয়ে অপ্রতিরোধ্য ছিলেন এই ব্যাটার। তারই পুরস্কার হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় হৃদয়ের।

ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সিরিজে খারাপ না করলেও বড় কোনো ঝড় তুলতে পারেননি তিনি। এরপরই ডাক আছে আয়ারল্যান্ড সিরিজের জন্য। যেখানে সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হলো তার। তামিম-লিটন আর নাজমুল শান্ত আউট হবার পর সাকিবকে যোগ্য সঙ্গ দেন হৃদয়। ৪র্থ উইকেটে গড়েন শত রানের জুটি।

৫৫ বল খেলে ৩৬তম ওভারের প্রথম বলে অর্ধশতক তুলে নেন তৌহিদ হৃদয়। যেখানে ছিল ৫টি চারের মার।

/এ এইচ

Exit mobile version