Site icon Jamuna Television

আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ে স্বর্ণ ব্যবসায়ী আরাভকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আলোচনা সভা ও সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্বে মাথা উঁচু করে পরিচয় দেয়ার মতো বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে লক্ষ্যেই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version