Site icon Jamuna Television

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহিকে গ্রেফতার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, পুরো বিষয়টি তদন্তের পর আরও বিস্তারিত জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের বিরুদ্ধে মাহিয়া মাহি যে অভিযোগ (ঘুষ নেয়ার) করেছেন সেটা সঠিক কিনা তদন্তেই বেরিয়ে আসবে। তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহি গ্রেফতার হয়েছেন।

এ সময় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে ফেরানোর উদ্যোগের বিষয়েও তিনি বলেন, ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version