Site icon Jamuna Television

মাথার দুই পাশের ‘শিং’ কেটে ফেলায় মৃত্যু হলো ১৪০ বছর বয়সী আলির!

ছবি: সংগৃহীত

মাথার দুই পাশ দিয়ে গজিয়েছিল ‘শিং’। আর সেই ‘শিং’ এর জন্যই সারা বিশ্বে পরিচিতি ছিল তার। বিশ্বের প্রবীণতম সেই ব্যক্তি আলি অ্যান্টারের মৃত্যু হয়েছে। ইয়েমেনের নাগরিক আলি অ্যান্টার ১৪০ বছর বয়সে ১২ মার্চ ২০২৩ এ মৃত্যু বরণ করলেন।

মিডল ইস্ট মনিটরসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’ কাটতে গিয়েই নাকি মৃত্যু হয়েছে আলির। গোটা বিশ্বে তিনি ‘ইয়েমেন গোট ম্যান’ নামে পরিচিত ছিলেন।

ইয়েমেনের সংবাদপত্র অদন আল-ঘাদের প্রতিবেদনে বলা হয়েছে, আলির যখন ১০০ বছর বয়স সেই সময় তার মাথার দুই পাশে ‘শিং’ গজাতে শুরু করেছিল। সেই ‘শিং’ ধীরে ধীরে বাড়তে বাড়তে তার গালের উপর এসে পড়েছিল। ‘শিং’ দু’টি বক্রাকৃতি ধারণ করেছিল। আর এই ‘শিং’ এর জন্যই তাকে নানা শারীরিক সমস্যায় ভুগতে হচ্ছিল।

আলির মাথার বাম পাশের ‘শিং’ বড় ছিল। ডান পাশেরটা ছিল ছোট। মাথার দুই পাশে গজানো সেই ‘শিং’ এর কারণেই বিশ্বব্যাপি পরিচিতি পেয়েছিলেন আলি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শিং’-এর কারণে তার সমস্যা ক্রমাগত বাড়তে থাকায় তা কেটে ফেলার সিদ্ধান্ত নেয় আলির পরিবার। সেই অস্ত্রোপচারের পরই তার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও আলির পরিবারের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, বয়সজনিত কারণে আলি নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। অস্ত্রোপচারের পর সেই ধকল সহ্য করতে পারেননি। ফলে মৃত্যু হয় তার।

এনবি/

Exit mobile version