Site icon Jamuna Television

ডার্লিং-বাকা নদীতে ভেসে উঠেছে লাখ লাখ মাছ

দ্য গার্ডিয়ান থেকে সংগৃহীত ছবি।

অস্ট্রেলিয়ায় নিউসাউথ ওয়েলসের একটি নদীতে মরে ভেসে উঠেছে লাখ লাখ মাছ। শুক্রবার (১৭ মার্চ) মেনিন্ডি শহরের ডার্লিং বাকা নদীতে দেখা যায় এ দৃশ্য। খবর দ্য গার্ডিয়ানের।

অস্ট্রেলিয়ার পরিবেশ দফতর জানিয়েছে, কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভেসে উঠেছে মৃত মাছ। তবে ঠিক কী কারণে এতো বিপুল পরিমাণ মাছ মারা গেছে সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ায় চলমান খরায় আশঙ্কাজনক হারে নদীর পানি কমে যাওয়ায় এবং অল্প পানিতে অক্সিজেন স্বল্পতায় মারা গেছে মাছগুলো। আর, জলবায়ু পরির্বতনকেই এর মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, মৃত মাছ অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে প্রশাসন। তিন বছর আগেও একবার বিপুল সংখ্যক মাছের মৃত্যু হয় নদীটিতে। তবে, এলাকাবাসী বলছে, এবারের ভয়াবহতা অনেক বেশি।

/এসএইচ

Exit mobile version