Site icon Jamuna Television

‘রোজায় ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নেয়া হয়েছে’

রোজায় ঢাকা শহরে পানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

তিনি বলেন, রমজানে ওয়াসার সব পানি শোধনাগার ও পাম্প ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া বিশেষ ব্যবস্থা হিসেবে গুলিস্তান, ফার্মগেট, মহাখালী, গাবতলী, যাত্রাবাড়ী, কমলাপুর, সায়েদাবাদ বাসস্ট্যান্ডের মতো স্থানে ইফতার ও সেহরির সময় প্লাস্টিক ট্যাংকের মাধ্যমে পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version