Site icon Jamuna Television

গ্রেফতারের তারিখ জানালেন ট্রাম্প, আইনজীবী বললেন ভিন্ন কথা

মঙ্গলবার (২১ মার্চ) গ্রেফতার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই জানিয়েছেন এ তথ্য। সমর্থকদের প্রতি বিক্ষোভের ডাক দিয়েছেন এই রিপাবলিকান নেতা। খবর সিএনএনের।

তবে তার আইনজীবী বলছেন, গণমাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করেই এই পোস্ট দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কোনো যোগাযোগ হয়নি। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নিয়ে খোঁজ নিচ্ছেন কৌসুলিরা। প্রমাণিত হলে এটাই হবে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম ক্রিমিনাল কেস।

২০১৬ সালের নির্বাচনের আগে আইনজীবীর মাধ্যমে এক পর্ন তারকাকে ঘুষ দেয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। এ ইস্যুতে তদন্তও চলছে। তবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি। সমালোচনা-বিতর্কের মধ্যেও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এটিএম/

Exit mobile version