Site icon Jamuna Television

ইকুয়েডরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যু ১৩

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইকুয়েডরের দক্ষিণাঞ্চল। এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। খবর রয়টার্সের।

শনিবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুরে উপকূলীয় এলাকায় অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৮। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট-গাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ‘এল ওরো’ প্রদেশ। উদ্ধারকাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা। পেরুর উত্তরাঞ্চলেও অনুভূত হয়েছে কম্পন। তবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। ইকুয়েডরের বালাও শহর ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্র। দেশটিতে ২০১৬ সালের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয়েছিল ৭শ’ মানুষের।

এটিএম/

Exit mobile version