Site icon Jamuna Television

বুলডোজার দিয়ে গেট ভেঙে ইমরানের বাড়িতে পুলিশের তল্লাশি

আদালতের নির্দেশনা অমান্য করে, ইমরান খানের ‘জামান পার্কে’র বাড়িতে চালানো হয়েছে তল্লাশি অভিযান। রোববার (১৯ মার্চ) এই অভিযোগ তুলেছেন পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী। খবর দ্য টেলিগ্রাফের।

একে ‘রাষ্ট্রের মদদে চালানো সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছে বিরোধী দল। বিবৃতিতে জানায়, পাকিস্তানের রাজনীতি থেকে ইমরান খানকে পুরোপুরি হঠাতে লন্ডন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। এর পেছনে স্বেচ্ছায় নির্বাসনে থাকা নওয়াজ শরিফের হাত রয়েছে, এমনটাই ইঙ্গিত পিটিআই’র।

শনিবার আদালতে হাজিরা দেয়ার জন্য লাহোরের বাড়ি ছাড়েন ইমরান খান। অভিযোগ এরপরই ওয়ারেন্ট ছাড়া তাণ্ডব চালায় পুলিশ। বুলডোজারের মাধ্যমে ভাঙ্গা হয় মূল ফটক। তাছাড়া দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে পুলিশ সদস্যরা। বেধড়ক পেটায় দলীয় নেতাকর্মীদের। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে তেহরিক ই ইনসাফ। যেকোনো মুহূর্তে দেশজুড়ে বিক্ষোভ-সহিংসতা শুরুর জন্য কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পিটিআই’র শীর্ষ নেতারা।

এটিএম/

Exit mobile version