Site icon Jamuna Television

পেঁয়াজের দাম বাড়লে আমদানি উন্মুক্ত হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোজায় প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। পেঁয়াজের দাম বাড়লে আমদানি উন্মুক্ত করে দেবে সরকার। শুল্কছাড়ের ফলে কেজিতে ৫ টাকা কমবে চিনির দাম। ভোজ্যতেলে দাম বাড়ারও কারণ নেই।

রোববার (১৯ মার্চ) সকালে দ্রব্যমূল্য সংক্রান্ত ট্রাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, বৈশ্বিক কারণে পণ্যমূল্য বাড়ছে। এ সময় স্বল্প আয়ের মানুষের পাশের থাকার তাগিদ দেন তিনি।

টাস্কফোর্সের সভায় ভোজ্যতেল ও চিনি উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, রোজার মাসে বাজার তদারকির কার্যক্রম জোরদার করা হবে। টিপু মুনশি বলেন, শুল্কছাড়ের সুবিধার আওতায় আনা চিনি বাজারে আসতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। মিলগেটের দামে রাজধানীর বিভিন্ন স্থানে চিনি বিক্রি করবে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। এর সুফল পাবেন সাধারণ ক্রেতারা।

পেয়াজের আমদানি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী জানান, কৃষক যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্যে আমদানি বন্ধ রাখা হয়েছে। দাম অসহনীয় হয়ে পড়লে আমদানি উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ব্যাংক বন্ধের প্রভাব দেশের আর্থিক খাতে পড়বে না: বাংলাদেশ ব্যাংক

/এম ই

Exit mobile version