Site icon Jamuna Television

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাক চালক আটক

বগুড়া ব্যুরো:

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন৷ রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জামাদারপুকুর বন্দরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন শাজাহানপুরের সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি নন্দীগ্রামের কোয়ালিটি ফিড কোম্পানিতে ক্যাজুয়াল কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত জানান, সকালে সাব্বির মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে নন্দীগ্রামে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় জামাদারপুকুর বন্দরের কাছে পৌঁছালে নাটোরগামী মালবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে সাব্বির মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান এসআই। সাব্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসজেড/

Exit mobile version