Site icon Jamuna Television

পাঁচটি বাস পেল রমিজ উদ্দিন কলেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ রমিজ উদ্দিন কলেজকে ৫টি বাস হস্তান্তর করেছেন। আজ শনিবার সকালে রমিজ উদ্দিন কলেজ কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করেন তিনি।

এসময় ঢাকা অঞ্চলের ক্যান্টনমেন্ট পাবলিক এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার চাবি গ্রহণ করেন।

এর আগে গত ২৯ জুলাই রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহত হলে শিক্ষার্থী আন্দোলন শুরু করে। আন্দোলনে সরকারের কাছে তারা ৯টি দাবি তুলে ধরে। যার মধ্যে একটি হলো- রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য ৫টি বাস দিতে হবে।

সেই দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে এই ৫টি বাস হস্তান্তর করলেন। এসময় অনুষ্ঠানে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, কুর্মিটোলায় বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা সবাই শঙ্কামুক্ত আছেন।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version