Site icon Jamuna Television

রোনালদোর দুর্দান্ত গোলে জয়ে ফিরলো আল নাসর

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে জয়ের ধারায় ফিরেছে আল নাসর। আবহার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে আল নাসর। টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর দুর্দান্ত ফ্রি কিক থেকে জালের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

শনিবার (১৮ মার্চ) রাতে ঘরের মাঠ মর্সুল পার্কে আবহাকে আতিথ্য জানায় আল নাসর। ম্যাচের ২৬তম মিনিটে গোল খেয়ে বসে রোনালদোর দলটি। আভার হয়ে জাল খুঁজে নেন আব্দুলফাত্তাহ আদম আহমাদ। এরপর বারবার চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হন রোনালদোরা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। ৩০ গজ দূর থেকে রোনালদোর নেয়া দুর্দান্ত ফ্রি-কিকে আবহা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ালে সমতায় ফেরে আল নাসর। পেশাদার ক্যারিয়ারে ফ্রি-কিক থেকে এ নিয়ে ৫৯টি গোল করলেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। ম্যাচের ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপান অ্যান্ডারসন তালিসকা।

এই জয়ের ফলে ২১ ম্যাচ থেকে আল নাসরের সংগ্রহ ৪৯ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ আছে শীর্ষে।

/আরআইএম

Exit mobile version