Site icon Jamuna Television

এবার মঞ্চ ভেঙে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন (ভিডিও)

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বক্তব্য দেয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমনসহ মঞ্চে থাকা অতিথিবৃন্দ। ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমির হয়ে খেলতে মুন্সিগঞ্জে গিয়েছিলেন।

রোববার (১৯ মার্চ) বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। তিনি বলেন, সোনারং উচ্চ বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ মুন্সিগঞ্জের কোথাও আমাদের জায়গা হয়নি। আপনারাই আমাদেরকে জায়গা দিয়েছেন। খেলা ছিল স্টেডিয়ামে… এই পর্যন্ত বলতেই হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে।

ইউএইচ/

Exit mobile version