Site icon Jamuna Television

জয়পুরহাটে ফেন্সিডিল-বিদেশি মদসহ কারবারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর এলাকা হতে ফেন্সিডিলসহ মাদক এক কারবারিকে গ্রেফতার করছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

রোববার (১৯ মার্চ) ভোররাতে সদরের গঙ্গাদাসপুর এলাকা হতে ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদসহ তাকে গ্রেফতার করা হয়। বিকেল ৪টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত ব্যবসায়ী হলেন, জয়পুরহাট সদরের গঙ্গাদাসপুর গ্রামের মৃত কলম বক্সের ছেলে ফারুক হোসেন (৩০)।

র‌্যাব জানায়, মাদক কারবারি ফারুক হোসেন গঙ্গাদাসপুর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতে ওই মাদক ঢাকায় বাসযোগে অন্য পার্টির কাছে পৌঁছে দেয়া হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকশ অপারেশন দল গঙ্গাদাসপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মো. মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version