Site icon Jamuna Television

অভিনেত্রী সাবিলা নূরের অন্য এক অর্জন; সিজিপিএ ৩.৯৭

সাবিলা নূর। ছবি : সংগৃহীত

গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। রাজধানীতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে ইংরেজি সাহিত্যে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। ৪ এর মধ্যে তার সিজিপিএ ৩ দশমিক ৯৭।

রোববার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে সাবিলাকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ এ ভূষিত করা হয়। এ সময় তাকে সম্মাননা স্মারক পরিয়ে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুভূতি প্রকাশ করে সাবিলা বলেন, আমার এ অর্জনে আমি নিজেকে নিয়ে গর্বিত। কারণ আমি জানি অভিনয়ের পাশাপাশি কতটা কষ্ট করে পড়াশোনা করেছি। কত নির্ঘুম রাত কাটিয়ে আমাকে অধ্যয়ন করতে হয়েছে।

এআইইউবিতে ইংরেজি সাহিত্যে ভর্তির আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হয়েছিলেন সাবিলা। পরে সিদ্ধান্ত পাল্টে ভর্তি হন ইংরেজিতে।

সে সিদ্ধান্ত প্রসঙ্গে বলেন, এটা ছিল আমার জন্য কঠিন একটা ব্যাপার। আমি অজস্র কটাক্ষের মুখে পড়েছি, কটু কথা শুনতে হয়েছে। যারা আমার সমালোচনা করেছেন তাদের জন্য আমার উপকার হয়েছে। আমার মধ্যে জেদ চেপে গিয়েছিল। ফলে আমি শত কষ্টেও মুখ ডুবিয়ে পড়াশোনা করেছি। এ সময় উচ্ছ্বসিত সাবিলা কৃতজ্ঞতা প্রকাশ করেন সহপাঠি, বিভাগীয় শিক্ষক, বাবা-মা ও স্বামী নেহালের প্রতি।

এএআর/

Exit mobile version