Site icon Jamuna Television

আবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড

টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় আবারও শীর্ষস্থানে ফিনল্যান্ড। সোমবার (২০ মার্চ) প্রকাশিত হয় ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। সেখানেই বেরিয়ে আসে, বরাবরের নিজের অবস্থান ধরে রেখেছে হেলসেনকি। খবর সিএনএন এর।

মূলত এ তালিকা তৈরির ক্ষেত্রে সামাজিক সুরক্ষা, আয়, স্বাস্থ্য, স্বাধীনতা ও দুর্নীতির অনুপস্থিতির মতো বিষয়গুলোকে সূচক হিসেবে ধরা হয়। তালিকার শুরু দিকে বেশিরভাগ দেশের অবস্থান মোটামুটি একইরকম আছে। পরের অবস্থান গুলোতে আছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, ইসরায়েল ও নেদারল্যান্ডস।

শীর্ষ দশের বাকি দেশগুলো হলো সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ ও নিউজিল্যান্ড। প্রথমবারের মতো শীর্ষ ২০-এ অন্তর্ভুক্ত হয়েছে লিথুয়ানিয়া। প্রতিবেদন অনুযায়ী কোভিড-১৯, ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রভাব পড়েছে বিশ্বের সব দেশে। সবচেয়ে অসুখী দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে আফগানিস্তান ও লেবানন।

এসজেড/

Exit mobile version