Site icon Jamuna Television

অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত সৌদির

সৌদি আরবে অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অব্যাহত আছে অভিযান। গেল ১ সপ্তাহে আটক করা হয়েছে ১৬ হাজারের বেশি অবৈধ বসবাসকারীকে। খবর রয়টার্সের।

আটকৃতদের বিরুদ্ধে শ্রম আইন, সীমান্ত নিরাপত্তাবিধি এবং অবৈধ বসবাসের অভিযোগ আনা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে বসবাসের জন্য গ্রেফতার করা হয়েছে ৯ হাজার বিদেশিকে। আর সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন অন্তত ৫ হাজার জন। এর পাশাপাশি শ্রমসংক্রান্ত ইস্যুতে গ্রেফতার হয়েছেন আরও ২ হাজার জন।

এটিএম/

Exit mobile version