Site icon Jamuna Television

‘র‍্যাব মহাপরিচালক’ পদক পেলো ‘চিতা’

দেশে প্রথমবারের মতো ‘র‍্যাব মহাপরিচালক’ পদক দেয়া হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের কুকুর ‘চিতা’কে। গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছিল চিতা। তারই স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেয়া হলো।

সোমবার (২০ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদফতরের মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। এ সময় র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের হাতেই এই পদক পরে ‘চিতা’। মূলত র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যেই চিতাকে এ সম্মাননা দেয়া হয়েছে। এ দিন র‍্যাবের ৩৫ জন সদস্যকে ‘মহাপরিচালক সাহসিকতা’ পদক ও ৫০ জনকে ‘মহাপরিচালক সেবা’ পদকও দেয়া হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

এসজেড/

Exit mobile version