Site icon Jamuna Television

এক পরিবর্তন নিয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। প্রথম ওয়ানডের মতো এদিনেও টস হেরেছে বাংলাদেশ। টাইগারদের আরও একবার ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন। পেসার মুস্তাফিজের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।

আজ সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। দাপুটে পারফরমেন্সে রেকর্ড গড়া জয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার অপেক্ষা। ২০১৬ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে ইংল্যান্ডের বিপক্ষে হারে বাংলাদেশ। এবার ফের জয়ের ধারায় ফেরার সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ , এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ:

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, স্টিফেন ডেহোনি, ম্যাথিউ হামফ্রেস, হ্যারি ট্যাক্টর, লোরকান ট্রাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্পার, অ্যান্ডি ম্যাকব্রাইন, মার্ক অ্যাডাইর ও গ্রাহাম হিউম।

/আরআইএম

Exit mobile version