Site icon Jamuna Television

আরাভের বিরুদ্ধে রেড অ্যালার্টের প্রস্তাব ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানতে পেরেছি: আইজিপি

আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারির প্রস্তাব ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানিয়েছেেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা তার বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য ইন্টারপোলসহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করেছি। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি, তার নামে আমরা যে চার্জশিট দিয়েছি এবং রেড নোটিশ জারির যে প্রস্তাব দিয়েছি এটা বোধহয় ইন্টারপোল গ্রহণ করেছে। এটা নিয়ে আমরা কাজ করছি।

সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রামে এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রসঙ্গত, আরাভ খান ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার অন্যতম আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম। এছাড়া আপন ওরফে হৃদয় নামেও নিজের পরিচয় দিতেন তিনি। পুলিশ হত্যা মামলার আসামি হওয়ার পর ভারতে পালিয়ে একটি বস্তিতে আশ্রয় নেন আরাভ। সেখান থেকে ভারতীয় পাসপোর্ট নিয়ে ‍দুবাই চলে যান। আরাভ খানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৯টি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

এএআর/

Exit mobile version