Site icon Jamuna Television

এবার শিক্ষার্থীদের ফুল দিলো পুলিশ কর্মকর্তারা; বাসায় ফেরার আহ্বান

ঠাকুরগাঁও প্রতিনিধি:

নিরাপদ সড়কের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বাড়ি ফেরার আহবান জানালো সদর থানার ওসি আব্দুল লতিফসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে অবস্থান নেয় প্রায় শতাধিক শিক্ষার্থীরা। এসময় ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাড়ি ফিরে যেতে বলেন।

শিক্ষার্থীরাও পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে নিজ নিজ ঘরে ফিরে যায়।

যমুনা অনলাইন: কেআর

Exit mobile version