Site icon Jamuna Television

বৃষ্টিতে পরিত্যক্ত টাইগারদের অনেক অর্জনের ম্যাচ

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণের কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। মুশফিকুর রহিমের ব্যাটে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি, দলীয় সর্বোচ্চ রানের স্কোরসহ তামিম ইকবালের জন্মদিনে ১৫ হাজার আন্তর্জাতিক রান- এমন বেশ কিছু কীর্তির ম্যাচটি ড্র হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ বাংলাদেশের ক্রিকেটামোদীরা।

সবশেষ খেলা শুরুর সময় রাত ৯টা ৩৩ মিনিট নির্ধারণ করেছিলেন ম্যাচ অফিশিয়ালরা। তবে এর ঘণ্টাখানেক আগেও বৃষ্টি না থামায় স্থানীয় সময় রাত ৮টা ৩২ মিনিটে আনুষ্ঠানিকভাবে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। একই ভেন্যুতে আগামী ২৩ মার্চ হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

এর আগে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান পাহাড় গড়ে টাইগাররা। এ ম্যাচে মুশফিকুর রহিম করেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। ৫০তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে শতক পূর্ণ করেন মুশফিক মাত্র ৬০ বল মোকাবেলা করে। এছাড়াও অর্ধশতক পেয়েছেন লিটন দাস (৭০ রান) ও নাজমুল হোসেন শান্ত (৭৩ রান)। এছাড়া ৪৯ রান করেন তাওহীদ হৃদয়।

আরও পড়ুন: বসন্তে মুশফিক ফিরলেন কালবৈশাখীর রূপে

/এম ই

Exit mobile version