Site icon Jamuna Television

রোজায় নিরাপদ খাবার সরবরাহে সতর্ক থাকতে রেস্তোরাঁ মালিক সমিতির আহ্বান

ইফতার ও সেহেরিতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহে সতর্ক থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনটির মহাসচিব ইমরান হাসান। বলেন, নৈতিকতা মেনে সেবা করা প্রয়োজন। অধিক মুনাফা না করারও তাগিদ দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সংস্থা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। নেতারা বলেন, করোনার প্রভাবে প্রায় ৩০ শতাংশ রেস্তোরাঁ বন্ধ হয়েছে। বর্তমানে চড়া মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে। খাবারের দাম বেড়ে যাওয়ায় রেস্তোরাঁয় খাওয়া কমিয়ে দিচ্ছেন অনেকে। এ অবস্থায় ব্যবসা ধরে রাখতে সরকারের নীতি সহায়তা চেয়েছেন তারা।

রোজায় রেস্তোরাঁতে গ্যাস সরবরাহ বাড়ানোর দাবিও জানান সমিতির নেতারা। বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদানকারীদের শাস্তির আওতায় আনতে হবে।

/এমএন

Exit mobile version