Site icon Jamuna Television

বিমানের শুভেচ্ছা দূত হলেন সাকিব

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুভেচ্ছা দূত হলেন সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিমানের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর কুর্মিটোলার বলাকা ভবনে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এরপরই এই অলরাউন্ডারকে নিজেদের শুভেচ্ছা দূত ঘোষণা করে বিমান বাংলাদেশ।

সাকিবের সঙ্গে ব্র্যান্ডিং ইস্যুতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বিমান বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সিলেটে দলের সাথে রয়েছেন সাকিব আল হাসান। এর মাঝেই এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় পা রাখলেন সাকিব। এর আগে প্রথম ওয়ানডে খেলার পরের দিন ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) সমাবর্তনে যোগ দিয়ে নিজের স্নাতক ডিগ্রি গ্রহণ করেন সাকিব। পরের দিন আবার দলের সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় ওয়ানডে খেলেন।

এদিকে, আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। তার ফাঁকে ঢাকায় এসে বিমান বাংলাদেশের সঙ্গে ব্যক্তিগত চুক্তি সারেন সাকিব।

/এমএন

Exit mobile version