Site icon Jamuna Television

নিরাপত্তা বাড়লো ওয়াশিংটনে, যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন ট্রাম্প

বিবিসি থেকে নেয়া ছবি।

যেকোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পরিস্থিতিতে, ম্যানহ্যাটনের আদালত এলাকাসহ রাজধানী ওয়াশিংটন ও নিউইয়র্কে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। খবর বিবিসির।

এর আগে, গত শনিবারই ট্রাম্প বার্তা দেন যে তাকে গ্রেফতার করা হতে পারে। সমর্থকদের প্রতিবাদ জানানোর আহ্বানও জানান তিনি। একই সাথে সতর্ক করেন, গ্রেফতার করা হলে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গার মতোই পরিস্থিতি দেখবে বিশ্ব।

প্রসঙ্গত, পর্ন তারকাকে ঘুষ দেয়ার মামলায় চলতি সপ্তাহেই ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের ইঙ্গিত মিলেছে। আইনজীবীরা বলছেন, সে মামলাতেই গ্রেফতার হতে পারেন ট্রাম্প। এদিকে, ওই তারকার দাবি, অবৈধ সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের আইনজীবী তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।

/এসএইচ

Exit mobile version