Site icon Jamuna Television

এখনও গ্রেফতার হননি আরাভ খান

আরাভ খান। ছবি : সংগৃহীত

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হননি। তবে তিনি পালিয়ে থাকতে পারবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আরাভ খান গ্রেফতার হয়েছে কিনা জানতে চাইলে মঙ্গলবার (২১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শাহরিয়ার আলম বলেন, না এখনও গ্রেফতার হয়নি। আরও বললেন, বাংলাদেশের আসামি কোনও বন্ধুরাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে এবং তারপর যেকোনও কারণে নিজের পরিচয় প্রকাশ করে, তবে তার মুক্ত থাকার আর কোনও পরিস্থিতি থাকে না। এটুকু বলতে পারি—সে পালাতে পারবে না।

আরাভ খানকে গ্রেফতারের বিষয়ে ঢাকার পক্ষ থেকে অফিশিয়ালি দুবাইয়ে যোগাযোগ করা হয়েছে বলে এ সময় উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিকে, আরাভ খান গ্রেফতার হয়েছে বলে মঙ্গলবার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে গুঞ্জনের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দেন আরাভ খান। এরপর এ বিষয়ে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

/এমএন

Exit mobile version