Site icon Jamuna Television

সবথেকে বেশি ও কম সময় রোজা রাখতে হবে যেসব জায়গায়

ছবি: সংগৃহীত

বছর ঘুরে দরজায় আবার কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। রমজানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে নানা ধরনের প্রস্তুতি। সেহেরীর পর থেকে মাগরিব পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে এই রমজানে। ভৌগোলিক কারণে বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময় বিভিন্ন ধরনের।

এ বছর সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে যেসব দেশের মুসলিমদের-

বুয়েন্স আর্জেন্টিনা, সিউদাদ দেল এস্ত, প্যারাগুয়ে, কেপ টাউন, মনটেভিডিও (উরুগুয়ে), ক্যানবেরা (অস্ট্রেলিয়া), পুয়ের্তো মন্ট (চিলি), ক্রাইস্টচার্চ (নিউজিল্যান্ড)। এসব শহরের বাসিন্দারের ১২ ঘণ্টা করে রোজা রাখতে হবে।

যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হবে- নুক (গিনল্যান্ড), রেজাভিক (আইসল্যান্ড), হেলসিংকি (ফিনল্যান্ড), স্কটহোম (সুইডেন), গ্লাসগো (স্কটল্যান্ড)।

এসব শহরের বাসিন্দাদের ১৭ ঘণ্টার বেশি সময় রোজা রাখতে হবে।

/এনএএস

Exit mobile version