Site icon Jamuna Television

বিএনপি নেতা আমির খসরু’র বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে নগরীর কোতয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭(২) ও বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান ও ষড়যন্ত্রমূলক আলোচনার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলা দায়েরের পরপরই চট্টগ্রামের বিভিন্ন স্থানে আমির খসরু মাহমুদকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

যমুনা অনলাইন: এফএম

Exit mobile version