Site icon Jamuna Television

বার্মিংহামে মুসল্লির গায়ে আগুন দেয়ার ঘটনায় অভিযুক্ত আটক

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বার্মিংহামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মুসল্লির গায়ে আগুন ধরিয়ে দেয়া দুর্বৃত্তকে আটক করেছে দেশটির পুলিশ। খবর স্কাই নিউজের।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় ৭০ বছর বয়সী ওই মুসল্লিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় অভিযুক্ত ব্যক্তি। মঙ্গলবার (২১ মার্চ) অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করা হয়।

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, হামলার শিকার মুসল্লি ডুডলি রোডের একটি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে এবং সংক্ষিপ্ত আলাপ করে। পরে ওই ব্যক্তি তার গায়ে একটি অজ্ঞাত বস্তু ছিটিয়ে জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও খতিয়ে দেখা হবে। ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে।

এএআর/

Exit mobile version