Site icon Jamuna Television

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

আবারও যুক্তরাষ্ট্রের দেয়া নতুন নিষেধাজ্ঞার মুখে পড়লো ইরান। তেহরানের ড্রোন ও মিসাইল প্রস্তুতকারক বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।

বুধবার (২২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাইডেন প্রশাসন।

জানা গেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করে এ প্রতিষ্ঠানগুলো। মূলত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহের অভিযোগের জেরেই এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। তবে, বেশ কয়েকজন ব্যক্তিও রয়েছেন নতুন এ কড়াকড়ির আওতায়।

এর আগে, গত জানুয়ারিতে ইরানের ড্রোন নির্মাণের সাথে জড়িত শীর্ষ সাত ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। সে সময় রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ করতেও হুঁশিয়ারি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

/এসএইচ

Exit mobile version