Site icon Jamuna Television

শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন এরশাদ

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আজ রোববার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে এরশাদ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে যেভাবে আন্দোলন করেছে তা দৃষ্টান্তমূলক। দাবি মেনে নেয়া হবে প্রধানমন্ত্রীর এমন আশ্বাসের পর শিক্ষার্থীদের এখন রাজপথে থাকা ঠিক হবে না। কোনোভাবে এই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা আন্দোলনকে ব্যর্থ করে দেবে।

এসময় তিনি ছাত্র আন্দোলনকে অজুহাত করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারেরও আহ্বান জানান।

Exit mobile version