Site icon Jamuna Television

পাকিস্তানে জঙ্গি হামলায় আইএসআইয়ের ব্রিগেডিয়ারসহ নিহত ৫

পাকিস্তানে জঙ্গি হামলায় গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এক সিনিয়র সামরিক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ ওয়াজিরিস্তান ও ডেরা ইসমাইল খান এলাকায় এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয, নিহত ওই কর্মকর্তার নাম ব্রিগেডিয়ার মুস্তফা কামাল বারকি। ব্রিগেডিয়ার বারকি আফগান সীমান্তবর্তী খামরাং এলাকায় হামলার শিকার হয়। আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা এই হামলা চালায়। এ সময় গুলি করতে থাকেন ব্রিগেডিয়ার বারকি এবং তার নিরাপত্তারক্ষীরা। দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন বারকি এবং তার সাথে থাকা এক সেনা সদস্য।

এদিকে, খুট্টি এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে জঙ্গিরা। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে ফেলে। ব্যাপক গোলাগুলির পর নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য নিহত হন। এ সময় ৪ জঙ্গি সদস্যও নিহত হয়েছে।

ইউএইচ/

Exit mobile version