Site icon Jamuna Television

প্রায় ২৪ ঘণ্টা পর ৩-জি ও ৪-জি সেবা স্বাভাবিক

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবা চালু হয়েছে। শনিবার রাত থেকেই মোবাইল অপারেটরগুলোর ৩-জি ও ৪-জি সেবায় বিঘ্ন ঘটে। পরে রোববার সকালে বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হচ্ছে। ব্যান্ডউইথ সরবরাহকারী কেবল কাটা পড়েছে কি না, তা অনুসন্ধান করা হচ্ছে বলেও জানিয়েছিল বিটিআরসি।

তবে, স্বাভাবিক ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারীদের সংগঠন আইএসপিএবি যমুনা নিউজকে জানিয়েছে, রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক। তবে সাবমেরিন কেবলের কারিগরি ত্রুটির কারণে ব্যান্ডউইথ কম পাওয়া যাচ্ছে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version