Site icon Jamuna Television

রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর মিরপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অচেতন অবস্থায় ফেলে যাওয়া তরুণীকে ঢাকা মেডিকেলের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিরাপত্তা কর্মী জীবন মিয়া বলেন, মিরপুর প্রিন্স বাজারের নীচে চেয়ারে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তার স্ত্রীর সহায়তায় ওই তরুণীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। জীবন মিয়ার স্ত্রী বলেন, টাঙ্গাইল থেকে গাজীপুরে দুলাভাইয়ের বাসায় পৌঁছে দেয়ার কথা বলে মেয়েটির বন্ধু সাকিব তাকে মিরপুরের একটি হোটেলে নিয়ে আসে। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মেয়েটির। এসময় সাকিবের সাথে আরও একজন ছিলো বলে জানান ওই তরুণী।

যমুনা অনলাইন/এইচকেএফ

Exit mobile version