Site icon Jamuna Television

‌সৌ‌দির সাথে মিল রেখে পটুয়াখালীর শতা‌ধিক রোজাদারের ১‌দিন আগে ইফতা‌র

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট, পটুয়াখালী:

সৌ‌দি আর‌বের সা‌থে মিল রেখে পটুয়াখালীর বদরপুর গ্রা‌মের দেড় শতা‌ধিক মুসলমান প্রথম রোজা ইফতা‌রির মাধ্যমে সম্পন্ন ক‌রে‌ছেন। বৃহস্প‌তিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা চৌদ্দ মিনিটের সময় পটুয়াখালী সদর উপ‌জেলার বদরপুর দরবার শরীফ হা‌ফি‌জিয়া মাদরাসার নিচ তলায় ব‌সে ইফতার করেন রোজাদাররা। এরপর মাগ‌রি‌বের নামাজ প‌ড়ে সবাই বাড়িতে চ‌লে যান।

এর আ‌গে গতকাল রাত সা‌ড়ে ৮টায় প্রথম রোজা পালন করার উ‌দ্দে‌শে বদরপুর দরবার শরীফ জা‌মে মস‌জি‌দে প্রথম তারা‌বির নামাজ আদায় ক‌রেন মাদরাসার ছাত্রসহ ওই গ্রা‌মের প্রায় একশ মুসুল্লি।

এটিএম/

Exit mobile version