Site icon Jamuna Television

মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, গ্রেফতার ৩

স্টাফ করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার কৃতরা হলেন, বাদশা, রাসেল ও অভি শেখক। তাদের আগামীকাল আদালতে তোলা হবে।

পুলিশ ও শিক্ষার্থীর পরিবার সূত্র জানায়, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বখাটেরা প্রথমে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে বিকেলে আরেকজন ওই শিক্ষার্থীকে কোমলপানীয়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে দ্বিতীয় দফায় ধর্ষণের চেষ্টা চালায়। এরপর ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সম্পন্ন হয়েছে ডাক্তারি পরীক্ষাও। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর চাচা বাদী হয়ে মামলা করেছেন।

এটিএম/

Exit mobile version