Site icon Jamuna Television

অ্যালান ডোনাল্ড ইমপ্যাক্ট; বাংলাদেশের ক্রিকেটে পেসারদের দাপট

তাসকিন, হাসান, এবাদত, মোস্তাফিজ, শরিফুল, চলছে একজনের আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। স্পিন বান্ধব বাংলাদেশ দল এখন আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াচ্ছে পেস অ্যাটাক। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডের সবকটা উইকেটেই যে পেসারদের। সেখানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট হাসান মাহমুদের।

হাসান মাহমুদের হাসিমুখই যেনো বাংলাদেশ দলের বতর্মান প্রতিচ্ছবি। বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সাথে পেসারদের এমন হাসিমুখ যে গোটা বাংলাদেশ দলেরই হাসিমুখ। দেশে কিংবা দেশের বাইরে একটা সময় বাংলাদেশ মানেই যেনো স্পিন নিভর্র এক দল। সে দলটাই এখন বদলে ফেলেছে খোলনচলে। এ বদলে যাওয়ার নায়ক প্রোটিয়া কোচ অ্যালান ডোনাল্ড।

এবাদত, হাসানদের বদলে দেয়ার নায়ক অ্যালান টাইগার শিবিরে যোগ দেয়ার পর থেকে ওয়ানডেতে ৮ ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন এবাদত। ১২ ম্যাচ খেলা তাসকিনেরও সমান ১৯ উইকেট। এছাড়াও, মোস্তাফিজ ১১, শরিফুল ৯ আর হাসান মাহমুদ নিয়েছেন ৮ উইকেট।

অ্যালানের অধীনে টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচ খেলা তাসকিনের উইকেট সংখ্যা ১৭, ১২ ম‍‍্যাচ খেলা হাসান মাহমুদের ১২। ১৯ ম্যাচ খেলা মোস্তাফিজ নিয়েছেন ১৪ উইকেট আর শরিফুল ১১ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

এ সময়ে সবচেয়ে কম ওয়ানডেতে বল করা হাসান মাহমুদের ঝুঁড়িতে আছে ৮ উইকেট। প্রতিনিয়ত যেনো নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন হাসান। আইরিশদের বিরুদ্ধে তো তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। দীঘর্দিন ইনজুরিতে থাকা হাসান টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও এখন বাংলাদেশের পেস অ্যাটাকে অন্যতম ভরসা।

সিলেট রকেট এবাদত হোসেনকে সাদা পোষাকের পেসার বলা হতো। সেই এবাদতই এখন ছড়ি ঘোরাচ্ছেন রঙ্গিন পোষাকে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০২২ সালের মার্চ পর্যন্ত ৮ ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট এখন এবাদতের।

দেশে ও দেশের বাইরে সব জায়গায় নিজেদের সামর্থের প্রমাণ রাখা এ পেসাররা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে সামনে থেকেই। আর সেটাই বিশ্বকাপে এগিয়ে রাখবে টাইগারদের।

/এসএইচ

Exit mobile version