Site icon Jamuna Television

সাড়ে ১১ হাজার কোটি টাকা ফাঁকি দিয়েছে গ্রামীণফোন

সরকারের পাওনা সাড়ে ১১ হাজার কোটি টাকা ফাঁকি দিয়েছে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র অডিটে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ২০১৭ পর্যন্ত সময়ে অপারেটরের ইনফর্মেশন সিস্টেম অডিটে রাষ্ট্রের এই পাওনার বিষয়টি উঠে আসে। রাষ্ট্রের পাওনা আদায়ের আশ্বাস দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

অডিট রিপোর্টের তথ্য অনুযায়ী গ্রামীণফোনের কাছে সরকারের পাওনা ১১ হাজার ৫৩০ কোটি ১৫ লাখ টাকা। কমিশন সভার বিবরণী অনুসারে- অডিট ফার্ম তোহা খান জামানের দাখিল করা অডিট প্রতিবেদন অনুসারে মোট অর্থের মধ্যে বিটিআরসির পাওনা ৭ হাজার ৪৪৪ কোটি ২১ লাখ টাকা। বাকি ৪ হাজার ৮৫ কোটি ৯৪ লাখ টাকা ভ্যাট ও ট্যাক্স বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা।

এর আগে ২০১১ সালে প্রথম অডিটে অপারেটরটি ৩ হাজার ৩৪ কোটি টাকা দেনা হলে তারা সেটি নিয়ে আদালতে যায়। সে সময় অপারেটরটি অভিযোগ করে অডিট রিপোর্টটি আন্তর্জাতিক মানের হয়নি। প্রথমদিকে অপারেটরটির অসহযোগিতার কারণে অডিট শুরুটা বিলম্বিত হয়।

Exit mobile version