Site icon Jamuna Television

রেকর্ডের ম্যাচে রোনালদোর জোড়া গোল, পর্তুগালের বড় জয়

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড গড়ার রাতে লিখটেনস্টেইনকে ৪-০ গোলে হারিয়ে ইউরো বাছাইপর্বে শুভ সূচনা করেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন সিআরসেভেন।

এই ম্যাচে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৭ ম্যাচ খেলা একমাত্র ফুটবলার এখন এই পর্তুগীজ তারকা। পেছনে ফেলেন কুয়েতের আল মুতাওয়াকে। ম্যাচের আট মিনিটেই জোয়াও কানসেলোর গোলে লিড নেয় পর্তুগাল। ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ নষ্ট করেন সিআরসেভেন।

বিরতির পর বার্নার্ডো সিলভার গোলে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ৫০ মিনিটে স্পট কিক গোলে লিড ৩-০ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মিনিট আটেকের মাথায় অফসাইডে বাতিল হয় রোনালদোর করা আরও একটি গোল। তবে ৬৩ মিনিটে আর আটকে রাখা যায়নি তাকে। অসাধারণ এক ফ্রি-কিক গোলে দলের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সিআরসেভেন। জাতীয় দলের হয়ে যা তার ১২০তম গোল।

/এমএন

Exit mobile version