Site icon Jamuna Television

ইউক্রেনকে ৪টি মিগ-২৯ দিলো স্লোভাকিয়া

ইউক্রেনকে প্রথম দফায় ৪টি মিগ-২৯ ফাইটার জেট দিয়েছে স্লোভাকিয়া। বৃহস্পতিবার (২৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

গেলো সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ইউক্রেনকে প্রথমবার যুদ্ধবিমান দেয় প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড। এবার সেই তালিকায় নাম যুক্ত হলো ন্যাটো সদস্য স্লোভাকিয়া। তারা জানিয়েছে, ধাপে-ধাপে ১৩টি মিগ-২৯ পাঠানো হবে ইউক্রেনে। এগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের সমরাস্ত্র।

সহযোগিতার জন্য প্রতিবেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কিয়েভ। কিন্তু এর মাধ্যমে পুরোপুরি রাশিয়ার বিমান হামলা ঠেকানো যাবে না, এমন দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির। ট্যাংক নিশ্চিতের পর যুদ্ধবিমান পাঠাতে পশ্চিমাদের দ্বারস্থ হয়েছে ইউক্রেন।

/এমএন

Exit mobile version